Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:৪৩ পিএম, ৭ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে বিভাজনের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশকে বিভক্ত করে ফেলেছে। মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তি নামে জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে।

আজ সোমবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের এসব বলেন মির্জা ফখরুল।

এসময় দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আফোরাজা আব্বাস, সুলতানা আহমেদ সহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দুদের ওপর আক্রমণের সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত। অতীতেও হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর এবং সম্পত্তি লুট করেছে এই আওয়ামী লীগ। তাদের হাতে কোনো ধর্মের লোকই এখন আর নিরাপদে নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ