Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও জোরদার হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সহযোগিতা : প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:২৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বহুক্ষেত্রীয় দ্বিপক্ষীয় সহযোগিতা আগামী দিনগুলোতে আরও জোরদার হবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থে বিশেষ করে কৃষি, বাণিজ্য, নৌপরিবহন, জনগণের মধ্যে সম্পর্ক এবং পর্যটনের মতো বহু খাতগত সহযোগিতার মাধ্যমে এটি আরও বাড়বে। -বাসস

শ্রীলঙ্কা কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতির ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে শুক্রবার এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি যোগ করেন, ‘গত পঞ্চাশ বছর আমাদের অংশীদারিত্বে একটি দৃঢ় ভিত্তি প্রদান করেছে এবং আমি নিশ্চিত যে আমরা আগামী পঞ্চাশ বছর এবং তার পরেও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তুলতে একসাথে কাজ করব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত খুশি যে শ্রীলঙ্কা আমাদের দু’দেশের অভিন্ন প্রচেষ্টায় বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার হিসেবে থেকেছে।

 

শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে, শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭২ সালের ৪ মার্চ শ্রীলঙ্কা বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার প্রাথমিক স্বীকৃতি নতুন উদীয়মান দেশটিকে অনেক মূল্যবান সমর্থন দিয়েছিল। তখন থেকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দেশের ঐতিহাসিক সংযোগ, পারস্পরিক শ্রদ্ধা, বহু অভিন্নতা এবং সৎ প্রতিবেশীর চেতনার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের বন্ধন উপভোগ করে আসছে।

প্রধানমন্ত্রী গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের দৃঢ়চেতা ও অদম্য জনগণ গত ১৩ বছরে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, আমরা আর্থ-সামাজিক মুক্তি অর্জনের লক্ষ্যে আমাদের অবিশ্বাস্য অভিযাত্রায় শ্রীলঙ্কার অংশীদারিত্বকে গভীরভাবে মূল্য দিই। বার্তায়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও শান্তি এবং শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ জনগণের সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা মৈত্রী দীর্ঘজীবী হোক।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৫ মার্চ, ২০২২, ১:২৩ পিএম says : 0
    বিশ্বের মাঝে বাংলাদেশের সত্যিকারের আত্মমর্যাদারশীল দেশ বিশ্বেরমাঝে অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশের পরিচিতি দেশ। প্রতিযোগিতামূলক বিশ্বের মাঝে উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ। পাশ্ববর্তী সহ সকলের সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার দেশ। বিশালাকার অগ্রগতি উন্নয়ন আপনার ভীরনারি নেতৃত্বে দেশের বিষ্ময়কর সাফল্যের জন‍্যে আপনার দিন পরিশ্রমের ফসল এই দেশ। আপনাকে শত শহস্র শ্রদ্ধাও সালাম আর সালাম। দেশ জাতীয় সত্যিকার গৌরবময় নেতৃত্বে বাংলাদেশ বহুদুর এগিয়ে যাবে। ইনশাআল্লাহ। আপনি বিশ্ব মানবতার মা। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ কে মর্যাদাবান সম্মানিত রাষ্ট্রের প্রতিষ্টাতা। আপনি বঙ্গবন্ধুর স্বপ্নে ক্ষুদা দারিদ্র মুক্তি রুপকার। আপনি পার্বত্য চট্টগ্রামের শান্তির প্রতিষ্টাতা হাজারো মানুষের জীবন বাচানো শান্তির পক্ষে নোবেলজয়ী কাজের প্রতিষ্টাতা। আপনি মায়ানমার ধ্বংসযজ্ঞ গনহত‍্যার আগুনের লেলিহান শিখা থেকে জীবন বাচানোর আর্তনাদকারী লক্ষ লক্ষ মানুষ নারী শিশু বৃদ্ধ যুবকের জীবন বাচানো স্থান দানকারী দেশও আন্তর্জাতিক ভাবে বিশ্ব মানবতার মা জননী। আন্তর্জাতিক ভাবে নোবেলজয়ী নোবেল শান্তি পুরুস্কারের মানুষের জীবন বাচানোরপক্ষের কাজের বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হচ্ছে। সার্বভৌমত্বের সত্যিকার অতদ্র প্রহরী আপনি। নিঃস্বার্থ নির্লোভ শ্রদ্ধা বাংলাদেশের শত সাধারণ মানুষের দোয়া আপনি এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ। বহুবার আপনার নিকট ফরিয়াদ জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে সাড়ে আটহাজার কোটি টাকার মড়েল মসজিদের নাম। ঈমান আকিদায় কথা বার্তায় সাধারণ মানুষের অকৃত্রিম ভালবাসার মহানায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মসজিদ নাম করণ হলে। সমগ্রজাতি সম্মানিত হবে। এই নিঃস্বার্থ কথা রাষ্ট্রের নির্বাহী প্রধানের কাছে পৌছানোর কেও নেই। আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ