Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত গণঅধিকার পরিষদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে তিন জন আহত হয়েছেন। রাজধানীর শাহবাগ এলাকায় গতকাল এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন, লোকমান (২৮), ইমরান (২৬) ও শাহরিয়ার (২৮)।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ। বিকাল তিনটায় সেখানে সমাবশে হওয়ার কথা থাকলেও পুলিশী বাধায় সমাবেশ করতে পারেনি তারা। পরে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে যেতে চাইলে শাহবাগ মোড়ে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ মিছিলে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবু হানিফ বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রাখায় সমাবেশ করা সম্ভব হয়নি। পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার সময় শাহবাগ মোড়ে পুলিশ আমাদের মিছিলে হামলা চালায় এবং ব্যাপক লাঠিচার্য করে। এতে আমাদের দলের প্রায় ৫০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। আহতের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া মিছিল থেকে দলের প্রায় ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া হামলার নিন্দা জানিয়ে বলেন, ভোটারবিহীন এ সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। ৯১-তে রুখে দাঁড়িয়েছিল, এবারও রুখে দাঁড়াবে। সরকারের সময় শেষ, তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। এই সরকারকে জনগণ এমন এক জায়গায় পাঠাবে, তা আপনারা দেখতে পাবেন।
হামলার বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের মতো সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করাটা সম্পূর্ণ বেআইনি ও অমানবিক। কাজেই প্রশাসনের ভাই-বোনদের অনুরোধ করবো সরকারের বেআইনি নির্দেশ পালন করবেন না। এ সরকারের সময় শেষ। জনগণ এবার তাদের ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে।
চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাসহ ৩ দফা দাবিতে বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশের ডাক দিয়েছিল সংগঠনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ