Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিবির সভাপতি শাহ আলম, সম্পাদক প্রিন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। গতকাল শুক্রবার পার্টির দ্বাদশ কংগ্রেস পরবর্তী কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় এ নির্বাচন হয়। এতে শাহ আলম সভাপতি, রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাজধানীর পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে কেন্দ্রীয় কমিটির সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদকের পদের জন্য ভোটাভুটি হয়েছে। গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়। এবারের কংগ্রেসের স্লােগান ছিল ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯। কংগ্রেসে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। নতুন নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবিব, রুহিন হোসেন, জলি তালুকদার, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মণ্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, এমদাদুল হক, মনিরা বেগম, ডা. ফজলুর রহমান, সোহেল আহমেদ, মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. কিবরিয়া, আনোয়ার হোসেন, আবিদ হোসেন, আইনুন নাহার সিদ্দিকা, মহসিন রেজা, মোতালেব মোল্লা, নিমাই গাঙ্গুলী, সুব্রতা রায়, শামছুজ্জামান সেলিম, হাসান তারিক চৌধুরী, লাকী আক্তার, কাবেরী গায়েন, এ এন রাশেদা, লুনা নূর, আসলাম খান, মানবেন্দ্র দেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ