Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্য না কমালে অচিরেই হরতালসহ কঠোর কর্মসূচি

সচিবালয়ের সামনে জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০২ এএম

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সরকারের উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে তেল, গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরে না এলে হরতালের ডাক দেওয়া হবে। আরও শক্তি নিয়ে, জনগণকে সাথে নিয়ে আপনাদের ঘেরাও করা হবে। দ্রব্যমূল্যের লাগাম টানুন। পানির দাম, গ্যাসের দাম কমান। তা না হলে জনগণকে সাথে নিয়ে হরতালসহ আরও কঠোর দেবো। সচিবালয়ের সামনে গতকাল তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশ শেষে গণসংহতি আন্দোলনের একটি মিছিল বেরোয়। সে মিছিল সচিবালয়ে প্রবেশের সড়কে পুলিশ আটকে দেয়। এ সময় পুলিশ ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানেই সমাবেশ করে গণসংহতি।
ভোজ্য তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভে সাকি বক্তব্য রাখেন। তিনি বলেন, কী অবস্থায় আমরা এই সমাবেশ করি তা আপনারা জানেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাকাল অবস্থা। এক মুহূর্তের জন্য তারা কাজ থেকে মুক্তি পায় না। ফলে তারা সভা-সমাবেশগুলোত যোগ দিতে পারে না। সাকি বলেন, আজ সরকারের মন্ত্রীরা বলছেন মানুষের আয় বেড়েছে। এরা কী ধরনের রসিকতা করেন। আজ বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটরা সব চালায়। তাহলে আপনারা কেন ক্ষমতায় আছেন? আসলে সিন্ডিকেটদের কোনও ক্ষমতা নেই। সব ক্ষমতা সরকারের নেতাকর্মীদের। সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, ফিরোজ আহমেদ, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ