Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা এম. এ. মান্নান (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ১২:১২ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাবেক ধর্ম, ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রী, দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মরহুম আলহাজ্ব এম. এ. মান্নান (রহ.) স্মরণে এবং এলাকার শিক্ষক-কর্মচারী ইন্তেকালকারীগণের ইসালে সওয়াব আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার যুগ্ম মহাসচিব মাদরাসার প্রিন্সিপাল ড. এ. কে. এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী বলেন, মাওলানা এম. এ. মান্নান (রহ.) এর জন্ম না হলে এদেশের বেসরকারী মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল ও সুযোগ সুবিধা পাওয়া ছিল সুদূর পরাহত। বর্তমান সরকারের আন্তরিকতায় মাদরাসা শিক্ষা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত।
শিক্ষা মন্ত্রীর সাথে জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, শিক্ষা মন্ত্রী অত্যন্ত আন্তরিক, ইবতেদায়ী জনবল কাঠামো, কারিকুলামসহ বিদ্যমান সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সভপতির বক্তব্যে প্রিন্সিপাল ড. এ কে এম মাহবুবুর রহমান বলেন, মাওলানা এম. এ. মান্নান (রহ.) এর নেতৃত্বে আমরা স্কেল পেয়েছি। বর্তমান সরকারে বদন্যতা ও আন্তরিকতায় শতভাগ বেতন ভাতা ও জনবল কাঠামোর সমস্যা সমাধান হয়েছে। বর্তমানে কারিকুলাম ও জনবল কাঠামো যে সকল সমস্যা রয়েছে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ. এম. এম. বাহাউদ্দীন ও মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী সাহেবের নেতৃত্বে সমাধান হবে ইনশাআল্লাহ। এখন প্রয়োজন মাদরাসা সমূহে লেখাপড়ার মান উন্নয়ন ও পরিবেশ সুন্দর করা।
সভায় আলোচনা করেন ফরিদগঞ্জ উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মুফতী এইচ. এম. আনোয়ার মোল্লা, প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দীন নোমানী (সভাপতি লক্ষীপুর জেলা শাখা), প্রিন্সিপাল মাওলানা মোস্তাফিজুর রহমান (জেলা সেক্রেটারী চাঁদপুর), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সেন্ডিকেট সদস্য প্রিন্সিপাল মাওলানা এ. টি. এম. মোস্তফা হামিদী, যুগ্ন সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মঈনুদ্দিন, চাঁদপুর সদর শাখার সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা জসীম উদ্দিন, জেলা অফিস সম্পাদক মাওলানা জিয়াউদ্দিন খন্দকার, কচুয়া উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর শাহরাস্তি, ফরিদগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রবীন আলেমেদ্বীন হযরত মাওলানা মুনসুর আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ