Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের ঘরকে নতুন রূপে সাজাতে ক্রেতাদের জন্য দারাজের বিগ হোম মেকওভার ক্যাম্পেইন শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৬:৪৯ পিএম

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ( যঃঃঢ়ং://িি.িফধৎধু.পড়স.নফ/ ) সম্প্রতি পঞ্চমবারের মতো ’বিগ হোম মেকওভার’ ক্যাম্পেইন শুরু করেছে। আমাদের প্রতিদিনের জীবনধারায় ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে, তাই আমরা প্রায়ই আমাদের বাসাকে উৎসবের আগে নতুন করে সাজিয়ে নেয়ার সুযোগ খুঁজি। এ বিষয়টিকে বিবেচনা করে, দারাজ দুর্দান্ত অফার সমৃদ্ধ এ ক্যাম্পেইনটি চালু করেছে, যেখানে ঘর সাজানোর বিভিন্ন উপকরণে আকর্ষণীয় ছাড় ও ০% ইএমআই সুবিধা প্রদান করা হচ্ছে। ক্রেতারা আগামী ০৭ মার্চ ২০২২ পর্যন্ত এ অফারগুলো উপভোগ করতে পারবেন। বুধবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুন্দরভাবে গোছানো বাসা আমাদের মন, সুস্থতা ও কর্মদক্ষতার ওপর প্রভাব ফেলে। কোভিডের বৈশ্বিক মহামারির কারণে যেহেতু বাসায় আমরা আরও বেশি সময় ব্যয় করেছি, তাই নিজেদের বাসা পরিপাটি রাখার প্রয়োজনীয়তা আমরা বেশি করে অনুধাবন করেছি। আর এসব বিষয় বিবেচনা করেই, প্রতিদিনের বাসা-বাড়ি সংক্রান্ত বিভিন্ন উপকরণের চাহিদা পূরণে দারাজ বিগ হোম মেকওভার ক্যাম্পেইন চালু করেছে। বিগ হোম মেকওভার ক্যাম্পেইনের মাধ্যমে পণ্য ক্রয়ে ক্রেতারা ‘অ্যাড টু কার্ট গিভঅ্যাওয়ে’ ও ’ব্র্যান্ড ফ্রি-শিপিং’ উপভোগ করতে পারবেন। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়ের পাশাপাশি, প্রতিদিন বিকাল ৫ টায় দারাজ অ্যাপ লাইভ শো তে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন কালেক্টিবল ভাউচার ও কুপন।

এ ক্যাম্পেইনের স্পন্সর হিসেবে রয়েছে লোটো, মোশন ভিউ, লিভিংটেক্স, টিপি-লিংক, লজিটেক ও হায়ার। এছাড়াও, এ ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ ও প্রাইম ব্যাংক। বিকাশের প্রতিটি লেনদেনে ১৫% তাৎক্ষণিক ক্যাশব্যাক এর সুবিধা পাবেন ক্রেতারা। পাশাপাশি, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা প্রতিটি লেনদেনে ১০% ছাড় (১০০০ টাকা পর্যন্ত) উপভোগ করতে পারবেন।

এ নিয়ে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদীন হাসান বলেন, ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করেই দারাজে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণের চেষ্টা করি। বিগ হোম মেকওভারের মতো ক্যাম্পেইনটি, ক্রেতাদের বাসা-বাড়ি সাজানোর পণ্য সহজে কেনার সুযোগ তৈরিতে সহায়তা করবে বলে আমরা প্রত্যাশা করছি। এর মাধ্যমে, আমরা তাদের বসবাসের জন্য এমন একটি নান্দনিক পরিবেশ তৈরিতে সহায়তা করতে চাই, যেখানে তারা নিজেদের নতুন করে খুঁজে পাবে।

এ ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, সাম্প্রতিক সময়ে কেউ যদি একটি নতুন বাসা কিংবা বিদ্যমান বাসাটিকে পুনরায় ঢেলে সাজানোর পরিকল্পনা করেন, তবে, বাসাকে নতুন রূপে সাজিয়ে তোলা একটি চমৎকার ধারণা। কোন ঝামেলা ছাড়াই ক্রেতাদের বাসাকে নতুন রূপে সাজাতে সহায়তা করার লক্ষ্যে বিগ হোম মেকওভার ক্যাম্পেইন চালু করতে পেরে আমরা আনন্দিত।

বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায়: ণড়ঁৎ যড়সব, ুড়ঁৎ যধঢ়ঢ়রহবংং (ফধৎধু.পড়স.নফ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ