Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দেশে মোট ভোটার ১১ কোটি ৩৩ লাখ

অনলাইন ডেস্ক: | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৫:৫৬ পিএম | আপডেট : ৬:২৯ পিএম, ২ মার্চ, ২০২২

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এদের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭, পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।

বুধবার (২ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম এ তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম বলেন, চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে ১৫ লাখ ৬৬ হাজার ১০৩ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। সেই হিসেবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। আর পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।

এর আগে, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ