Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে মা ও মেয়ের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় রক্তমাখা ছুরিসহ যুবক ও একজন নারীকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় ডালপট্টি এলাকায় স্বপন দাসের ৬ তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ৭ মাসের অন্তঃস্বত্তা ঋতু চক্রবর্তী (২২)।

দুইজনের মধ্যে একজনের লাশ মেঝেতে ও অপরজনের লাশ অর্ধেক খাটের উপর ছিল। পুরো ফ্লোর ছিল রক্তমাখা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, মা ও মেয়েকে খুন করা হয়েছে। আমরা দুইজনকে আটক করেছি। নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ