পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৫৮তম সভা গত সোমবার ঢাকার কাকরাইলে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড সচিবালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির এ সভায় বর্তমান কার্যকালের (২০১৯-২০২৩) অবশিষ্ট মেয়াদের জন্য সদস্যগণের সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট ইসলামিক ব্যাংকার এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড ও ব্যাংক এশিয়া লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (আইবিবিএল ও এক্সিম ব্যাংক) মু. ফরীদ উদ্দীন আহমাদ।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল ও কমিটির সদস্যসচিব মো. আবদুল্লাহ শরীফের সঞ্চালনায় এবং জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেনÑ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব-উল-আলম, সোনালী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এ শহীদুল ইসলাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
সভায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক ব্যাংকার ড. মোঃ মাহবুব-উল-আলমকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়। সভায় বোর্ডের নীতিনির্ধারণী বিভিন্ন চলমান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।