Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মু. ফরীদ উদ্দীন আহমাদ নতুন ইসি চেয়ারম্যান নির্বাচিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৫৮তম সভা গত সোমবার ঢাকার কাকরাইলে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড সচিবালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির এ সভায় বর্তমান কার্যকালের (২০১৯-২০২৩) অবশিষ্ট মেয়াদের জন্য সদস্যগণের সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট ইসলামিক ব্যাংকার এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড ও ব্যাংক এশিয়া লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (আইবিবিএল ও এক্সিম ব্যাংক) মু. ফরীদ উদ্দীন আহমাদ।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল ও কমিটির সদস্যসচিব মো. আবদুল্লাহ শরীফের সঞ্চালনায় এবং জনাব মু. ফরীদ উদ্দীন আহমাদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেনÑ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব-উল-আলম, সোনালী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এ শহীদুল ইসলাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

সভায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক ব্যাংকার ড. মোঃ মাহবুব-উল-আলমকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়। সভায় বোর্ডের নীতিনির্ধারণী বিভিন্ন চলমান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ