Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষাসৈনিক চুন্নু মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরী চুন্নু মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। রেজা করিম চৌধুরী চুন্নু মিয়া একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাসহ একাধারে একজন আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৩২ সালে ৪ সেপ্টেম্বর ভোলার বোরহান উদ্দিন উপজেলা কুতুবা ইউনিয়নে আবদুল জব্বার মিয়া বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজে অধ্যয়নের সময়ই তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের নেতৃত্ব দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি গণপরিষদের সদস্য (এমসিএ) নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন বোরহানউদ্দিন থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০০ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিজয় পদক ২০০০ সম্মানে ভূষিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ