Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারক আব্দুস সাত্তার গ্রেফতার

হজ লাইসেন্স দেয়ার ভুয়া ফাঁদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামানের স্বাক্ষর জাল করে ভুয়া হজ লাইসেন্স দেয়ার অভিযোগে প্রতারক চক্রের গডফাদার আব্দুস সাত্তারকে পল্টন থানা পুলিশ গত ২৭ ফেব্রুয়ারি গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। আদালত প্রতারক আব্দুস সাত্তারকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।

সূত্র মতে, আহিয়া এন্ড ট্যুরস হজ লাইসেন্স এর মালিক আব্দুস সাত্তার ধর্ম মন্ত্রণালয় থেকে আব্দুল হাদীসহ একাধিক ব্যক্তিকে হজ লাইসেন্স করে দেয়ার মিথ্যা প্রলোভন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ধর্ম মন্ত্রণালয় অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে প্রতারণার সত্যতা পেয়ে মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন ২০২১ সালের ১২ এপ্রিল আহিয়া এন্ড ট্যুরস হজ লাইসেন্সের জামানতসহ লাইসেন্স বাতিল করে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুলিয়া থানার টঙ্গাবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে এবং আহিয়া এন্ড ট্যুরস হজ লাইসেন্স -১৪৮৪ এর স্বত্বাধিকারী আব্দুস সাত্তার নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলির উত্তর মাসদাইর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল হাদীকে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি হজ লাইসেন্স করে দেয়ার মিথ্যা প্রলোভন দিয়ে পর্যায়ক্রমে ৭ লাখ ৪১ হাজার ২৫০ টাকা হাতিয়ে নেয়। বাদী আব্দুল হাদী নারায়ণগঞ্জ সদর থানায় এ ব্যাপারে প্রতারক আব্দুস সাত্তারের বিরুদ্ধে একটি জালিয়াতি ও প্রাণ নাশের হুমকির মামলা দায়ের করেন। মামলা নং ২ (০৩/০২/২০২২)। এ ব্যাপারে গত ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। যার নং জি আর নং ৩০/২২। আব্দুল হাদী প্রতারক আব্দুস সাত্তারের কাছে ১৯ লাখ টাকা পাওনার জন্য ২০২০ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চেক জালিয়াতির আরেকটি মামলা দায়ের করেন। যার নং সি. আর মামলা নং ১০০২/২০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ