পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের শিকার ওয়ালিদ নিহাদের অভিযোগের ভিত্তিতে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রক্টর ড.উজ্জ্বল কুমার প্রধান ও ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. তপন কুমার সরকার। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির। ওয়ালিদ নিহাদকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরাও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি আবেদন দিয়েছে। যেখানে তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে বলে জানান অভিযুক্তরা।
গতকাল তিনটায় শিক্ষার্থীরা আবার হলের সামনে আন্দোলন করেছে এবং কেন দোষীদের শাস্তি দিতে সময় নিচ্ছে তা জানতে চান।
এসময় প্রক্টর ড.উজ্জ্বল কুমার প্রধান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. তপন কুমার সরকার এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারসহ হাউজ টিউটররা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের সময় নিয়ে আন্দোলনকারীদের শান্ত থাকতে বলা হয়।
উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের অনুসারী। অন্যদিকে রাকিব বলেন, আমার কোনো কর্মী এই ঘটনার সাথে জড়িত নেই।
রোববার ছাত্রলীগের কোরাম রাজনীতি না করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে ১৫ জন মিলে ঘটায় এ ঘটনা। ময়মনসিংহ মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক বলেন, নির্যাতনের শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশংকামুক্ত হলেও তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক ব্যাথা অনভূত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।