পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে বিমানবন্দরে যাত্রীদের আর র্যাপিড পিসিআর টেস্ট লাগবে না। দেশটির বিমান সংস্থাগুলো এরইমধ্যে এ ঘোষণার কথা তাদের ওয়েবসাইটে আপডেট করেছে। এছাড়া ভারতীয় উপমহাদেশের অনেক বিমান সংস্থাও র্যাপিড পিসিআর টেস্ট বাতিলের কথা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ৬ ঘন্টা পূর্বে বিমানবন্দরে পিসিআর পরীক্ষার যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে। তবে তাদেরকে অবশ্যই কিউআর কোড সম্বলিত নেগেটিভ কোভিড পিসিআর টেস্টের সনদ দেখাতে হবে। এই টেস্ট হতে হবে যাত্রা শুরুর পূর্বের ৪৮ ঘন্টার মধ্যে। এই টেস্ট করতে হবে অনুমোদিত কেন্দ্রগুলো থেকে। এছাড়া দুবাই পৌঁছানোর পর বিমানবন্দরে আরেকবার পিসিআর টেস্ট করতে হবে যাত্রীদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।