Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌর মেয়র শাহনেওয়াজের বরখাস্ত আদেশ হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে বরখাস্ত আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তিনি জামালপুর দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র। আদালত তার আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করেছেন। সেই সঙ্গে ওই বরখাস্তের আদেশ কেন বাতিল করা হবে না- এই মর্মে রুল জারি করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ। এর আগে, বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চপেটাঘাত করার দায়ে সাময়িক বরখাস্ত করা হয় মো. শাহনেওয়াজ শাহানশাহকে। পরে গত ২১ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ যে অভিযোগ করেছেন তা শিষ্টাচার বহির্ভূত, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের সামিল এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ (১) (ঘ) ধারা মোতাবেক অপসারণযোগ্য অপরাধ।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হলো। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ ফেব্রুয়ারি শাহনেওয়াজের পক্ষে রিট করেন অ্যাডভোকেট মেছবা উদ্দীন শরীফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ