Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউআইইউ-টেলিটকের মধ্যে চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৮ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)- এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউআইইউ ভবনের সভা কক্ষে ইউআইইউ এবং টিবিএল-এর এই যৌথ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ বিষয়ে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সেবা সংক্রান্ত আলোচনা পেশ করেন এবং উভয় প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত চুক্তির পরিপ্রেক্ষিতে টিবিএল সাশ্রয়ী মূল্যে ইউআইইউ - কে ইন্টারনেট সেবা সহ বিভিন্ন কর্পোরেট সেবা প্রদান করবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউআইইউ -এর পক্ষে রেজিষ্ট্রার প্রফেসর এ এস এম সালাহ উদ্দিন এবং টিবিএল- এর পক্ষে মোঃ সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস্‌ এন্ড আইবি) চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে ইউআইইউ- এর পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মো. আবুল কাশেম মিয়া, প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এম রেজওয়ান খান এবং ট্রেজারার প্রফেসর ডঃ মীর ওবায়দুর রহমান এবং টিবিএল- এর পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেট সেলস্‌ শাখার উপ-ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ এহসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ