Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সকল পর্যায়েই হবিবুর রহমান ছিলেন এক আদর্শের প্রতিকৃতি

আলোচনা সভায় হুমায়ূনুর রহমান লেখন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়সহ সভাপতি হুমায়ূনুর রহমান লেখন বলেন, আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব হুজুর অর্ধ শতাব্দীরও অধিককাল ধরে ইলমে হাদিসের খিদমাতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শুধু ইলমে হাদিস চর্চায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি বরং তার চর্চার ক্ষেত্র ছিলো বহুমাত্রিক। তরিকত ও তাসাওউফ জগতের ছিলেন বিশ্বস্ত আমানতদার। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক জীবনের সকল পর্যায়েই ছিলেন এক আদর্শের প্রতিকৃতি। মানুষের প্রতি আদব, অবিচল আস্থা ও ভালোবাসা ছিলো তার কর্মের প্রধান বৈশিষ্ট্য।
গত শুক্রবার বাদ জুমুআ সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা আয়োজিত শাইখুল হাদিস আল্লামা হবিবুর রহমান (র.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সিলেট মহানগর আল ইসলাহরসহ সাধারণ সম্পাদক মাওলানা জইন উদ্দিন, সংগঠনের সিলেট মহানগরীর সাবেক সভাপতি এনাম উদ্দিন আহমদ, বর্তমানসহ সভাপতি মারুফ আহমদ, সহ-সভাপতি শেখ শফি উদ্দিন।
শাখা সাংগঠনিক সম্পাদক মো. মহরম আলীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সূচিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ সাধারণ সম্পাদক করিমুল এহসান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, সালমান আহমদ, প্রচার-সম্পাদক কামরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জহির আহমদ, আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক নুরুন্নবী তাহের, সহ-প্রশিক্ষণ সম্পাদক জাকির হোসেন, ইয়াছিন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুদ্দীন, সদস্য মো. ইয়াহইয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ