Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া-ইউক্রেন সংকটের দায় মার্কিনিদের নিতে হবে : খালেকুজ্জামান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:০৭ পিএম

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে যে জীবনহানি, সম্পদ ধ্বংস ও বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি হবে তার দায়িত্ব রাশিয়াকে এবং সমভাবে মার্কিন সাম্রাজ্যবাদকেই নিতে হবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

খালেকুজ্জামান বলেন, রাশিয়া-ইউক্রেন সংকটে আমেরিকা লাভবান হচ্ছে ১৫০ কোটি ডলারের অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করে, রাশিয়া লাভবান হচ্ছে বাড়তি দামে তেল বিক্রি করে এবং আশপাশের ছোট ছোট দেশের উপর প্রভাব বিস্তার করে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেনসহ বিশ্বের জনগণ। ন্যাটোর সম্প্রসারণের মাধ্যমে মার্কিনি দখলি অভিলাষ, চক্রান্ত এবং রাশিয়ার পাল্টা অভিযান উভয়েরই একই অন্তর্নিহিত চরিত্রের প্রকাশ বলে দাবি করেন খালেকুজ্জামান।

তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের বিশ্বকে ভাগ করে লুণ্ঠন ও নিয়ন্ত্রণ করার দৃষ্টান্তের পাশাপাশি এই ঘটনায় বিশ্বের সমানে সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্বের আরেকটি দিক উদ্ভাসিত হলো। রাশিয়া যখন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ছিল তখন ইউক্রেনসহ পূর্ব ইউরোপীয় রাজ্যগুলোকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন হওয়ার অধিকার দিয়েছিল। কিন্তু তখন তারা বিচ্ছিন্ন হতে চায়নি বরং সোভিয়েত ইউনিয়নে ঐক্যবদ্ধ থাকতে চেয়েছে এবং থেকেছে। এই গণতান্ত্রিক মূল্যবোধ কোনও পুঁজিবাদী-সাম্রাজ্যবাদীদের পক্ষে ধারণ কিংবা লালন-পালন সম্ভব নয়। আজ তারই নমুনা গোটা বিশ্ববাসী দেখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ