পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর হাতিরঝিল লেক থেকে আসমা বেগম (৫০) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আসমা বেগম লালমনিরহাটের আদিতমারী গোবর্ধন এলাকায়।
পুলিশ বলছে, শরীরে কোনো আঘাত না থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে, হত্যার পর কেউ ফেলে গেছে কিনা সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, গতকাল বেলা ১১টার পর হাতিরঝিলে লাশ সদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ইতিমধ্যে আমরা মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। মৃত নারীর ভোটার আইডি কার্ডও পেয়েছি।
ওসি বলেন, লাশটি ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেউ হত্যা করে ফেলে দিয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকান্ড নয়।
হাতিরঝিল থানার এসআই মো. ফারুক বলেন, লাশের শরীরে কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায় নাই। ওই নারীর হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় ১৭ টাকা পাওয়া গেছে। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিন্নমূল মানুষ; পানিতে পড়ে মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।