Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন অগ্রযাত্রায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি : গণপূর্ত প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫১ পিএম

প্রধানমন্ত্রীর ভীষণ-২০৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে সততা এবং ক্ষতার সাথে কাজ করার আহবার জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত জরুরি।

গতকাল রাজধানীর পূর্ত ভবন সম্মেলন কক্ষে ‘বাংলাশে পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র ৩৬তম কাউন্সিল অধিবেশন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সভাপতি একেএম এ হামিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পিডবিøউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় পরিষদের সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম।
শরীফ আহমেদ বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীগণ মাঠে সরাসরি কাজের সাথে সম্পৃক্ত। তাই উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে ডিপ্লোমা প্রকৌশলীদের আরো মনযোগী হতে হবে। আগামী দিনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গণপূর্ত অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান তিনি।
অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীরা বেশকিছু প্রস্তাব উপস্থাপন করেন। সেগুলো হল- গণপূর্ত অধিদপ্তরে খালি জায়গায় প্লট/ফ্ল্যাট নির্মাণ করে জন সাধারণের কাছে বিক্রি করে অধিদপ্তরকে অর্থ আয়কারী প্রতিষ্ঠানে রূপান্তর, উন্নত ট্রেনিং একাডেমী ও টেস্টিং ল্যাবরেটরী চালুকরণ, উপ-সহকারী প্রকৌশলীদের ইজিপিতে ইউজার আইডি প্রদান, পূর্ণাঙ্গ সেট-আপ বাস্তবায়ন, নির্মাণ কাজের সুসমবন্টন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সংশোধন, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি, নিয়োগ, দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ, যানবাহন সুবিধা নিশ্চিতকরণ। এসময় উত্থাপিত সমস্যাগুলি সমাধানের জন্য সচিব ও প্রধান প্রকৌশলীকে প্রতিমন্ত্রী নির্দেশনা প্রান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ