Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যামিকাস কিউরিদের বক্তব্য শুনবেন হাইকোর্ট

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন কাঠামো রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ এএম

ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ নিয়ে অ্যামিকাস কিউরিদের (আদালত সহায়ক বিশেষজ্ঞ) বক্তব্য শুনবেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনার কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে রুল শুনানির জন্য চার জন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আদালত। তারা হলেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অ্যাডভোকেট ও বিনিয়োগকারী ফরহাদ বিন হোসেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম মাসুম ও সাইফুর রহমান রাহী। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
রিটে বলা হয়, বাংলাদেশ ব্যাংক হচ্ছে বেসরকারি ব্যাংকের রেগুলেটরি অথরিটি। তারা ম্যানেজমেন্ট পলিসিতে হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু বেতন কাঠামো তারা নির্ধারণ করে তারা দিতে পারে না।
ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা বেঁধে দিয়ে গত ২০ জানুয়ারি পরে সংশোধন করে ১ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর হওয়ার কথা বলা হয়েছে সার্কুলারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ