পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আপিল বিভাগের বিচারপতি মো. ওবায়দুল হাসানকে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’র এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। ২০১৮ সালের অক্টোবর থেকে বিচারপতি মো. নূরুজ্জামান এ পদে দায়িত্ব পালন করছেন। বিচারপতি ওবায়দুল হাসান তার স্থলাভিষিক্ত হলেন।
এর আগে গত বছরের ৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে সরকার। এই কমিটির মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। কমিটি ২০২২ সালের ৩১ মের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। নির্বাচিত কমিটি ১ জুলাই দায়িত্ব গ্রহণ করবে।
অ্যাডহক কমিটির চেয়ারম্যান করা হয় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু, অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট এ এফ রূহুল আনাম চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন ভূঞা, অ্যাডভোকেট পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও অ্যাডভোকেট মো. আবদুর রহমান। এদের মধ্যে গতবছর ২৭ অক্টোবর অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ইন্তেকাল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।