পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সীমাহীন দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী মার্চ মাসে সভা, সমাবেশ, বিক্ষোভ, অবস্থান, ঘেরাও ও হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল বুধবার সেগুনবাগিচা সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ কাফি রতন, বজলুর রশিদসহ জোটের প্রগতিশীল অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দুর্নীতির প্রসঙ্গ টেনে তাদের পদত্যাগের দাবি করা হয়। একইসঙ্গে সম্প্রতি আইনমন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে তাদের অপসারণের দাবি জানান জোটের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্নীতির তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক শরিফ উদ্দিনকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে তা রীতিমতো বিস্ময়কর। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শত শত কোটি টাকার দুর্নীতি জালিয়াতির ঘটনা উদ্ঘাটনকারী এই কর্মকর্তার অপসারণ দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের অবশিষ্ট নৈতিক অবস্থানকে ধ্বংস করেছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাজারে সরকারের কার্যকরি কোনো নিয়ন্ত্রণ ও মনিটরিং না থাকায় মুনাফাখোর ও দুর্নীতিবাজ অসৎ বাজার সিন্ডিকেট দেশের মানুষকে পুরোপুরি জিম্মি করে ফেলেছে। প্রতিদিন মানুষের পকেট থেকে বাড়তি শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে অসভ্য আঁতাতের মাধ্যমে গোটা বাজার ব্যবস্থায় এক ধরনের নৈরাজ্য চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।