Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু একাডেমিতে নতুন ডিজি, মেয়াদ বাড়ল নিমকো ডিজির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলামকে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপর আদেশে শিশু একাডেমির মহাপরিচালক জৌতি লাল কুরিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক শাহিন ইসলামকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি এবং সংশি।লষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২৩ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক একেএম মোখলেছুর রহমানকে জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ