Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরো ঋণ নিচ্ছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে ৩০ কোটি ডলার বা দুই হাজার ৫৮০ কোটি টাকা ঋণ নেবে সরকার। এ অর্থ দিয়ে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের প্রতিষ্ঠানকে চলতি মূলধন ঋণ দেওয়া হবে। এরইমধ্যে এ বিষয়ে অর্থ বিভাগ ও এআইআইবির মধ্যে চুক্তি হয়েছে।
অর্থ বিভাগ সূত্র জানায়, কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি শীর্ষক একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় তৃতীয় পক্ষের মাধ্যমে ঋণ (অন-লেন্ডিং) কার্যক্রম পরিচালনার জন্য এআইআইবি থেকে এই ঋণ নেওয়া হচ্ছে। এই অর্থ থেকে চলতি ২০২১-২২ অর্থবছরে ৭০০ কোটি, ২০২২-২৩ অর্থবছরে এক হাজার ২০০ কোটি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৬৮০ কোটি টাকা ঋণ দেওয়া হবে। চলতি অর্থবছরের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর মাসে ৮৮ কোটি ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়ন করেছে। ৪ শতাংশ সুদ ও ১ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে এক বছর মেয়াদে এই চলতি মূলধন পাবেন সিএমএসএমই খাতের উদ্যোক্তারা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ