পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে ৩০ কোটি ডলার বা দুই হাজার ৫৮০ কোটি টাকা ঋণ নেবে সরকার। এ অর্থ দিয়ে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের প্রতিষ্ঠানকে চলতি মূলধন ঋণ দেওয়া হবে। এরইমধ্যে এ বিষয়ে অর্থ বিভাগ ও এআইআইবির মধ্যে চুক্তি হয়েছে।
অর্থ বিভাগ সূত্র জানায়, কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি শীর্ষক একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় তৃতীয় পক্ষের মাধ্যমে ঋণ (অন-লেন্ডিং) কার্যক্রম পরিচালনার জন্য এআইআইবি থেকে এই ঋণ নেওয়া হচ্ছে। এই অর্থ থেকে চলতি ২০২১-২২ অর্থবছরে ৭০০ কোটি, ২০২২-২৩ অর্থবছরে এক হাজার ২০০ কোটি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৬৮০ কোটি টাকা ঋণ দেওয়া হবে। চলতি অর্থবছরের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর মাসে ৮৮ কোটি ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে পুনঃঅর্থায়ন করেছে। ৪ শতাংশ সুদ ও ১ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে এক বছর মেয়াদে এই চলতি মূলধন পাবেন সিএমএসএমই খাতের উদ্যোক্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।