Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জয় বাংলা উচ্চারণের নৈতিক অধিকার সরকার হারিয়েছে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লােগান বাঙালির সংগ্রামী সত্তার বহিঃপ্রকাশ। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমাহীন নির্যাতন-নিপীড়নের মাধ্যমে এ সরকার জয় বাংলা উচ্চারণের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। জেএসডিতে যোগদান উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আ স ম রব বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিচ্ছিন্নতা-বিশ্বাসঘাতকতা এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অগণতান্ত্রিক উপায়ে এ সরকার ক্ষমতা কুক্ষিগত করেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমাহীন নির্যাতন-নিপীড়নের মাধ্যমে সরকার বাংলাদেশ রাষ্ট্রকে সঙ্কটগ্রস্ত করে চরম ঝুঁকিতে ফেলেছে। তাই এ সরকার ‘জয় বাংলা’ স্লােগান উচ্চারণের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।
রব বলেন, আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস একটি পরিবারের কাছে ক্রমাগত বলি হয়ে যাচ্ছে। এ সরকার দলীয় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সব ঐতিহাসিক অর্জনগুলোকে সুকৌশলে আত্মসাৎ করছে। যারা জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার খর্ব করে বাংলাদেশকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে তাদের পতনকে ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনাকেই অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি স্মৃতিচারণ করে বলেন, সিরাজুল আলম খানের নেতৃত্বাধীন নিউক্লিয়াসের অন্যতম দুই সদস্য ও ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন আহমেদ এবং চিশতী শাহ হেলালুর রহমান ১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলার মাটিতে সর্বপ্রথম জয় বাংলা স্লােগান উচ্চারণ করেন। তোমার আমার ঠিকানা- পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরদ; বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো স্বাধীন করো; বাংলাদেশ স্বাধীন করো, তুমি কে? আমি কে? বাঙালি- বাঙালি, পিন্ডি না ঢাকা? ঢাকা, ঢাকা। এসব স্লােগানও নিউক্লিয়াসের মাধ্যমে গ্রহণ করা হয়। এসব স্লােগান ছিল স্বাধীনতাকামী বাঙালির প্রাণের স্পন্দন, স্বাধীনতার বীজমন্ত্র। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ একটি পত্রিকা প্রকাশ করে ‘জয় বাংলা’ নামে এবং ছাত্রদের নিয়ে ‘জয় বাংলা বাহিনী’ও গঠন করা হয়।
আ স ম রব বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে এবং নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব ও সংগঠকদের অনন্য সাধারণ সংগ্রামী ভূমিকাকে অস্বীকার করে বর্তমান সরকার একক ব্যক্তি তথা পারিবারিক ইতিহাস কায়েমের আজগুবি এক নতুন বয়ান উত্থাপন করে যাচ্ছে। শাসকের বয়ান ইতিহাস নির্মাণের উপকরণ যোগায় না, এ ন্যূনতম শিক্ষা বর্তমানের সরকারের নেই।
ঢাকা মহানগরের মীরপুর থানার বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী, সংগঠক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শ্রমজীবী, কর্মজীবী-পেশাজীবী জনগণের নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্বভিত্তিক রাজনীতির প্রতি একাত্মতা ঘোষণার মাধ্যমে দলে যোগদান করেন। উত্তরাস্থ বাসভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও কেন্দ্রীয় কমিটির নেতা গোলাম মোস্তফা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ