পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, প্রভাত ফেরী, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল। সরকারি দল আওয়ামী লীগ, মাঠের বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ, বিভাগীয় ও জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন করা হবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনও দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে।
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় দারুল ফজলস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ চত্বরে জমায়েত, সকাল ৯টায় মিউনিসিপালিটি স্কুলে সম্মুখ চত্বরে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।