পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের ৪৪টি সরকারি কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের একটি দল গত মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেন। এ উপলক্ষে অধ্যাপকদের জন্য আয়োজন করা হয় ‘চষধংঃরপ চড়ষষঁঃরড়হ ঊভভবপঃং’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা, ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী এবং টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণসহ অন্যান্য কার্যক্রম। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর ২৪তম এসএসসিইএম কোর্সে প্রশিক্ষণরত শিক্ষকদের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়। তারা বিজ্ঞান জাদুঘরের বিভিন্ন আধুনিক শিক্ষামূলক এবং প্রদর্শনীমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে তাদের জন্য স্মারক উপহার প্রদান করা হয়। বিজ্ঞান বক্তৃতায় বক্তব্য রাখেন-শেরপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রশিদ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক রহিমা আরজু এবং বাংলাদেশ পুলিশের (সিআইডি) অধ্যাপক দিলিপ কুমার সাহা। এ উপলক্ষে নায়েমের ট্রেনিং স্পেশালিস্ট অধ্যাপক নাসরিন সুলতানা বিজ্ঞান জাদুঘরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।-প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।