পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের আন্তরিক প্রচেষ্টায় নতুন রূপ পেয়েছে ইমামে আহলে সুন্নাত ও মুজাদ্দেদে জামান গাজী শাহসুফী সৈয়দ আজিজুল হক আল কাদেরী শেরে বাংলার (রহঃ) মাজার। মাত্র এক বছরের মধ্যে মাজারের পুনঃনির্মাণ কাজ শেষ করা হয়। জেলার হাটহাজারী উপজেলা সদরে গত রোববার এ মাজার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম মনজুর আলম।
মাজার পুনঃনির্মাণ কমিটির ব্যবস্থাপনায় ও কমিটির সভাপতি এম মনজুর আলমের সার্বিক তত্ত¡াবধানে ও তার আন্তরিক সহযোগিতায় মাত্র এক বছরের মধ্যে পুনঃনির্মাণ কাজ সুচারুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদ, শাহজাদা সৈয়দ মো. আমিনুল হক আল কাদেরী, সৈয়দ মো. বদরুল হক আল কাদেরী, সৈয়দ মো. নাজমুল হক আল কাদেরী, সৈয়দ সোলায়মান আনসারী।
অনুষ্ঠানে এম মনজুর আলম বলেন, দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যে নির্মাণ কমিটির সকলের সহযোগিতায় ইমামে আহলে সুন্নাতের বার্ষিক ওরশের আগের দিন নির্মাণ কাজ শেষ করতে পেরে আমরা আনন্দিত। সাথে সাথে মহান মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল বাদশা আলম, মোস্তফা-হাকিম গ্রæপ ও মাজারের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।