পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা ও গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার দায়ে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাসহ এ কমিশনের একদিন বিচার হবে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।
নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সরকারি দলের পক্ষে ভূমিকা রাখতে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থাটাই তুলে দিয়েছে, অভিযোগ করে সাইফুল হক বলেন, সমগ্র নির্বাচন ব্যবস্থাকে মহাতামাশায় পর্যবসিত করেছে। এ কমিশন নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে যে শতাধিক মানুষ নিহত হয়েছে, তার দায় না নিয়ে তারা চরম দায়িত্বহীন ও নিষ্ঠুর আচরণ করেছে। এসব অপরাধের প্রধান দায় দায়িত্ব অবশ্যই বিদায়ী নির্বাচন কমিশনের। তাই, দেশের জনগণ তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে সভায় অংশ নেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, সালাউদ্দিন আহমেদ, আবুল কালাম ও মোহাম্মদ রিয়েল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।