Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৫ জনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

দেশের তিন জেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো তিনজন। দিনাজপুরের ঝাউপাড়ায় ট্রেনের সাথে পিকআপ ভ্যানে ধাক্কায় একজন, জামালপুরের সরিষাবাড়ীতে দুই এবং নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আমাদের জেলা উপজেলা সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত :
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের অদূরে গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার সময় ঝাউপাড়া নামক স্থানে গেটম্যানবিহীন অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে দিলে ঘটনাস্থলেই মিলন নামে এক যুুবক নিহত হয়। ঝাউপাড়া গ্রামের সিকান্দার আলীর ছেলে। এসময় আহত হয় আরো দুজন।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে সজিব আহম্মেদ ও জুলহাস উদ্দিন নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার মধ্যরাত ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। নিহত সজিব সরিষাবাড়ী উপজেলার মেন্দারবেড় গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং জুলহাস পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলার রাজারহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
অপরদিকে জুলহাস উদ্দিন গত রোববার সন্ধ্যায় উপজেলার ভাটারা-কন্দুয়া রুটের মধ্যবর্তী স্থানে রেললাইন ধরে হাটছিলেন। এসময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলজার হোসেন জানান, নিহত সজিব পুরোপুরি পাগল এবং জুলহাস নেশাগস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে রাজশাহীগামী বনলতা এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় রকি ও সাকিব নামের দুই তরুণ নিহত হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে লালপুর উপজেলার বৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রকি উপজেলার ইসলামপুর এলাকার রেজার ছেলে ও সাকিব একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীরা জানান, ঘটনার সময় রকি ও তার বন্ধু সাকিব দুইজন মোবাইল টিপতে টিপতে রেল লাইন দিয়ে হেটে বাড়ি ফিরছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় রকি ঘটনাস্থলেই নিহত হন ও বন্ধু সাকিবের একটি হাত বিচ্ছন্ন হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ