পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট জনাবমোঃ মামুনুর রশিদ এফসিএমএ এরনেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ (সোমবার) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন।
আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএপেশার ভূমিকা সম্পর্কে বিএসইসি চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের দ্বারা বিভিন্ন সেবা ও অর্থনৈতিক কর্মকান্ডে কার্যকর ভূমিকার পরিপ্রেক্ষিতে সরকার, শেয়ারহোল্ডার এবং সমাজের বৃহত্তর স্বার্থে বিএসইসিকে সকল তালিকাভুক্ত কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
বিএসইসি চেয়ারম্যান দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দলে সেক্রেটারী একেএম কামরুজ্জামান এফসিএমএ, কোষাধ্যক্ষ মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট আবু সাঈদ, মো: শায়খুল ইসলাম এফসিএমএ ও এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএএবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।