পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন কমিশন ভবনে সোমবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, গত পাঁচ বছরে দায়িত্ব পালনকালে কোথাও কোথাও ভুলত্রুটি থাকতে পারে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব ও চ্যালেঞ্জ সফলভাবে পালন করেছি।
দায়িত্ব পালনকালে আইন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, রাজনৈতিক দলের নিবন্ধন, ইভিএম ও স্মার্ট কার্ড বিতরণের কাজ করা হয়েছে বলে জানান সিইসি।
‘দীর্ঘ পাঁচ বছরে আমরা নির্বাচন কমিশনে ব্যস্ত সময় পার করেছি। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেগুলো সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রদত্ত দায়িত্বসহ অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করেছি,’ যোগ করেন নূরুল হুদা।
কে এম নূরুল হুদা আরও বলেন, ‘নির্বাচনের যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছিল, কঠোর পরিশ্রম করে আমরা সেসব দায়িত্ব সম্পন্ন করেছি। এর মধ্যে কোথাও কোথাও আমাদের ভুলত্রুটি হতে পারে, কোথাও কোথাও কিছুটা ব্যত্যয় হতে পারে। পরিবেশ-পারিপার্শ্বিকতার এবং চলমান... কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে এবং অনেকের প্রাণহানি ঘটেছে। এসব কিছুর মধ্যেও এ নির্বাচন সম্পন্ন করেছি। বিশেষ করে করোনা মহামারির মধ্যেও আমরা নির্বাচন পরিত্যাগ করিনি, নির্বাচন সম্পন্ন করেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।