Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অর্পিত দায়িত্ব ও চ্যালেঞ্জ সফলভাবে পালন করেছি : বিদায়ী সিইসি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:১০ পিএম | আপডেট : ৮:১২ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

নির্বাচন কমিশন ভবনে সোমবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, গত পাঁচ বছরে দায়িত্ব পালনকালে কোথাও কোথাও ভুলত্রুটি থাকতে পারে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব ও চ্যালেঞ্জ সফলভাবে পালন করেছি।

দায়িত্ব পালনকালে আইন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, রাজনৈতিক দলের নিবন্ধন, ইভিএম ও স্মার্ট কার্ড বিতরণের কাজ করা হয়েছে বলে জানান সিইসি।

‘দীর্ঘ পাঁচ বছরে আমরা নির্বাচন কমিশনে ব্যস্ত সময় পার করেছি। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেগুলো সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রদত্ত দায়িত্বসহ অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করেছি,’ যোগ করেন নূরুল হুদা।

কে এম নূরুল হুদা আরও বলেন, ‘নির্বাচনের যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছিল, কঠোর পরিশ্রম করে আমরা সেসব দায়িত্ব সম্পন্ন করেছি। এর মধ্যে কোথাও কোথাও আমাদের ভুলত্রুটি হতে পারে, কোথাও কোথাও কিছুটা ব্যত্যয় হতে পারে। পরিবেশ-পারিপার্শ্বিকতার এবং চলমান... কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে এবং অনেকের প্রাণহানি ঘটেছে। এসব কিছুর মধ্যেও এ নির্বাচন সম্পন্ন করেছি। বিশেষ করে করোনা মহামারির মধ্যেও আমরা নির্বাচন পরিত্যাগ করিনি, নির্বাচন সম্পন্ন করেছি।’



 

Show all comments
  • ali ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৬ পিএম says : 0
    ............ ta ki bole, ................
    Total Reply(0) Reply
  • mozibur binkalam ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০২ পিএম says : 0
    হুদা মতো টাটকা মিথ্যাবাদী দেশে খুব কম আছে।
    Total Reply(0) Reply
  • Md. Shamsul Hoque ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০৭ পিএম says : 0
    ''গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রদত্ত দায়িত্বসহ অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করেছি''- যথার্থই বলেছেন জনাব নূরুল হুদা!!!
    Total Reply(0) Reply
  • Asaduzzaman ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০২ পিএম says : 0
    ha ha ha
    Total Reply(0) Reply
  • Anwar+Hossain ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৮ পিএম says : 0
    নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে খাদের কিনারে রেখে যাওয়া ও সংবিধানের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস বিনষ্ট করার দায়ে বিদায়ী নির্বাচন কমিশনকে (ইসি) ‘বিচারের’ সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। রব বলেন, সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা ও লঙ্ঘনের মাধ্যমে ইসি রাতের আঁধারে ভোট সম্পন্ন করে সরকারের হাতে জনগণের ক্ষমতা অবৈধভাবে তুলে দেওয়ার অপরাধে অপরাধী হয়েও নিরাপদে প্রস্থান করা গণতান্ত্রিক সমাজের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন না করলে রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনে উৎসাহিত হবে এবং এই প্রবণতা ভবিষ্যতেও সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যাবে। সরকার ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার স্বীয় উদ্দেশ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে বলে দাবি করে রব বলেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের অনুগ্রহভাজন হয়ে জনগণকে প্রতারিত করেছে। হুদা কমিশনের ‘জন্ম এবং অপকর্ম’ সবই সরকারের মদতে হয়েছে। অনিয়মের গুরুতর অভিযোগে অভিযুক্ত এম নূরুল হুদা কমিশনের নির্বাচনের নামে দিনের ভোট রাতে করার মত গর্হিত কলঙ্কের স্মৃতি গণতন্ত্রকামী দেশবাসীকে অবিরাম কষ্ট দিতে থাকবে বলে উল্লেখ করেন রব। তিনি বলেন, একের পর এক নির্বাচন হয়েছে আর ব্যর্থতার ঝুলি পূর্ণ করেছে এই কমিশন। তারপরও আত্মসম্মান বিসর্জন দিয়ে সিইসিসহ অন্য তিন কমিশনার নিজেদের পক্ষে সাফাই গেয়েছেন বরাবরই। ব্যতিক্রম ছিলেন একমাত্র কমিশনার মাহবুব তালুকদার। তিনি সময়ে সময়ে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ