পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলক্ষেত থানাধীন বিআরটিএ কার্যালয়ের সামনে সামান্য ধাক্কায় বসিলা থেকে আব্দুল্লাহপুরগামী পরিস্থান পরিবহনের সামনের অংশ ভেঙে পড়ছে। এ সময় বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে গাড়ি থেকে যে যার মতো নেমে পড়েন। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জোয়ার সাহারা বিআরটিএ কার্যালয়ের সামনে আলিফ পরিবহনের একটি বাসকে পেছন থেকে সামান্য ধাক্কা দিলে পরিস্থান পরিবহনের বাসটি ভেঙে পড়ে। এক পর্যায়ে খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাসটির হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পথচারীরা।
খিলক্ষেত থানার এসআই বদরুল রশিদ বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি পরিস্থান পরিবহনের বাসটির সামনের অংশ একেবারে ভেঙে গেছে। স্থানীয় লোকজন ও বাসের যাত্রীরা বলেছিলেন, আলিফ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে পরিস্থান পরিবহনের বাসটির সামনের অংশ ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বল ফিটনেসের কারণেই এভাবে ভেঙে পড়ে বাসটি। ঘটনাস্থল থেকে বাসটি রেকার দিয়ে থানায় নিয়ে আসা হয় বলেও জানান এসআই বদরুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।