পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১ হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীই পাস করেছে। আর ৫টি প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। গতকাল রোববার প্রকাশিত এইচএসসি, আলিম ও সমমানের প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের সার্বিক দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এবার এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন। যদিও গতবার এই সংখ্যাটি ছিল ৯ হাজার ৬৩টি। ২০২০ সালের ওই ফলাফল পরীক্ষা ছাড়াই ঘোষণা করা হয়েছিল। এবার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মাদরাসা শিক্ষা বোর্ডের ১ হাজার ৩টি প্রতিষ্ঠান। সাধারণ ৯টি বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৭৬টি প্রতিষ্ঠান, রাজশাহী বোর্ডে ১৬২টি, কুমিল্লা বোর্ডে ৭৫, যশোর বোর্ডে ১১৬টি, চট্টগ্রাম বোর্ডে ১৬, বরিশাল বোর্ডে ৫৬, সিলেট বোর্ডে ৫৩, দিনাজপুর বোর্ডে ৫৩, ময়মনসিংহ বোর্ডে ২৯টি এবং কারিগরি বোর্ডে ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।
শতভাগ ফেল: এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি এমন প্রতিষ্ঠান রয়েছে ৫টি। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২টি, দিনাজপুর বোর্ডে ২টি এবং ময়মনসিংহ বোর্ডে ১টি প্রতিষ্ঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।