Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের আহ্বান করলেন পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৬ পিএম

সমৃদ্ধ দেশ গঠনে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১১ ফেব্রুয়া‌রি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সভায় ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান বলে জানিয়েছে মন্ত্রণালয়। ড. মো‌মেন ব‌লেন, বাংলাদেশ এখন তথাকথিত তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন ব্যবসায়িক দিক থেকে আকর্ষণীয় দেশ।

পররাষ্ট্রমন্ত্রী সিআইপি এবং ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান ব্যবসাবান্ধব পরিবেশের সুযোগ গ্রহণ এবং দেশের অর্জনগুলো বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরারও আহ্বান জানান।মো‌মেন তার বক্তব্যে অর্থনৈতিক কূটনীতির নতুন দ্বার উন্মোচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তি‌নি বলেন, অর্থনৈতিক কূটনীতির নতুন দ্বার বিনিয়োগের সুযোগ, বাণিজ্য ও রপ্তানি বৃদ্ধি, জনগণের লাভজনক কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে জ্ঞানভিত্তিক প্রযুক্তি ও দক্ষতার সুযোগ উন্মুক্ত করবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সম্মিলিত অর্জনে প্রবাসী শ্রমিকদের অক্লান্ত অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশের প্রায় ৩০০ ব্যবসায়ী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সমাবেশে উপস্থিত ছিলেন।

দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে সভায় বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অর্থনৈতিক ও পাবলিক ডিপ্লোম্যাসি বাস্তবায়নে অনাবাসীদের ভূমিকা সম্পর্কে একটি থিম্যাটিক সেমিনার এবং সিআইপি অভ্যর্থনা অন্তর্ভুক্ত ছিল। গত বছর পুরস্কৃত ২৬ জন নতুন সিআইপির হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ