Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অর্ধকোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

নগরীর বাকালিয়া থানার আবু জাফর রোড ময়দার মিল এলাকায় একটি ভবন থেকে ৫৫ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ বদরুদ্দোজা (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) একটি বিশেষ টিম। গতকাল শুক্রবার ভোরে কাশেম ম্যানশন ৫ম তলা থেকে তাকে আটক করা হয়। বদরুদ্দোজা, সাতকানিয়া থানার মধ্যম কাঞ্চনা এলাকার শফিকুর রহমানের ছেলে। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভিওআইপির ব্যবসা চালিয়ে আসছিলেন বদরুদ্দোজা ও তার ছোট ভাই নুরুল হুদা রনি। তারা দুই ভাই মিলে ২০০৪ সাল থেকে এ ব্যবসা করে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ