পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফেসবুকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র - ছাত্রী পড়ানোর বিনিময়ে সকাল ও দুপুরে ২ বেলা খাবার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে অনলাইনে ভাইরাল হওয়া আলমগীর কবিরকে চাকরি দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার।
গতকাল বুধবার দুপুরের পর আলমগীর কবিরকে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার অফিসে ডেকে পুলিশ প্লাজার ফ্লোরে চেইন সুপার শপ সপ্ন - এর আউটলেটে চাকরির নিয়োগপত্রও হাতে তুলে দেন।
তবে শেষ পর্যন্ত সে এই চাকরিতে যোগদান করবে কিনা বা করলেও সে সেখানে থাকবেন কিনা তা নিয়ে তার বন্ধু মহল সংশয় প্রকাশ করছেন।
তার বন্ধুরা সাংবাদিকদের জানিয়েছেন , আলমগীর কবীরের সার্টিফিকেট নেম আলমগীর হোসেন। তবে ফেসবুক আইডিতে তিনি নিজের নাম লিখেছে আলমগীর কবীর।
রাষ্ট্র বিজ্ঞানে তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে অনার্স মাষ্টার্স করলেও অনার্সের ফলাফলে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেনি। একই কথা বলেছেন তার প্রাক্তন শিক্ষকরা।
এদিকে আলমগীরের ফেসবুক পোস্টগুলো দেখে মনে হয়েছে সে পুরোপুরি হুমায়ুন আহমেদের সৃষ্ট হিমু চরিত্রেরই বাস্তব রূপ। অনেকেই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
কেউ কেউ বলেছেন, ছেলে খেলার বশে আলমগীরের পোস্ট নিয়ে ভারতের আনন্দ বাজার পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বাংলাদেশের দারিদ্রতা নিয়ে সুক্ষ্ম কটাক্ষ করা হয়েছে।
আনন্দ বাজার পত্রিকার কাটিং নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে আলমগীর লিখেছেন, ‹আমি এখন বিব্রত বোধ করছি, নিরাপত্তা নিয়ে শংকায় আছি। সাংবাদিকদের উদ্দেশ্য করে সে আরও বলেছে, প্লিজ স্টপ দিজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।