পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে মালয়েশিয়ার সরকার ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সামনের দিনগুলোতে কুয়ালালামপুরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।
টুইটে বলা হয়, বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালয়েশিয়ার সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। শুভেচ্ছা বার্তায় মোমেন লিখেছেন, গত পাঁচ দশকে আমাদের বহুমাত্রিক সম্পর্ক, মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং চমৎকার সহযোগিতার উপর ভিত্তি করে বিকশিত হয়েছে। আমরা সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও গভীর এবং একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উন্মুখ।
উল্লেখ্য, মুসলিম দেশগুলোর মধ্যে স্বাধীন দেশ হিসেবে ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।