পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এরশাদ আহমেদ তৃতীয়বারের মতো আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০০৭-২০০৯ এবং ২০১৯-২০২১ মেয়াদে অ্যামচেমের প্রেসিডেন্ট হিসেবে সাফল্যের সংগে দায়িত্ব পালন করেছেন সৈয়দ এরশাদ আহমেদ। প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিয়েছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এ (এফআইসিসিআই)। নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কর্মাস (আইসিসি) বাংলাদেশ-এ।
বাংলাদেশে লজিটিক্স ব্যবসায় পথিকৃৎদের অন্যতম সৈয়দ এরশাদ আহমেদ অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ নেতৃত্বের মিশেলে এই খাতের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের সূচনা ফিলিপস ও সিঙ্গার-এর মতো খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠানের হাত ধরে। সুদীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময়ের পথচলায় এই টপ বিজনেস এক্সিকিউটিভ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেশাগত নেতৃত্বের অনন্য উচ্চতায়। বিজনেস লিডার হিসেবে পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লজিস্টিক্স কোম্পানি এক্সপেডিটরস ইন্টারন্যাশনালের সাবসিডিয়ারি কোম্পানি এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেড। ওয়াশিংটনের সিয়াটলে এর প্রধান কার্যালয় অবস্থিত। ‘ইউএস ফরচুন ৫০০ কোম্পানি’র গর্বিত সদস্য এক্সপেডিটরস ‘নাসডাক’-এও তালিকাভুক্ত। বিশে^র ১০৯টি দেশের ৩৩১টিরও বেশি লোকেশনে বিস্তৃত এর কার্যক্রম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।