Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৬:১৯ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সঙ্গে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ আইয়ুবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবকে বুনন শিল্পের বিকাশে তুলা সোর্সিং বৈচিত্রকরণের জন্য অ্যাসোসিয়েশন গৃহীত উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে বৃহৎ পরিসরে প্রবেশ এবং মূল্য স্থিতিশীলতার উপর আলোকপাত করে।

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় নতুন নতুন পন্থা খুঁজে বের করতে পররাষ্ট্র সচিব বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনকে আহ্বান জানান।

উভয় পক্ষই নতুন বাজার অন্বেষণ এবং আরএমজি ও টেক্সটাইল সেক্টরের সাপ্লাই চেইন শক্তিশালীকরণের জন্য একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। ব্র্যান্ডিং এবং বিপণন পুনরুজ্জীবিত করতে মসলিনসহ অন্যান্য উচ্চ মূল্যের ঐতিহ্যবাহী পণ্যকে বৈশ্বিক বাজারে প্রচারের বিষয় আলোচনায় উঠে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ