Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈরি পোশাক শিল্পের সুযোগ কাজে লাগাতে সরকারী সহায়তা জরুরি: বিজিএমইএ সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৭:৫৩ পিএম

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদীয়মান সুযোগগুলোকে কাজে লাগানো এবং সেইসাথে শিল্পের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সরকারের সহায়তা সহায়ক ভূমিকা পালন করতে পারে।

আজ (বুধবার) ঢাকায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী ও পরিচালক আসিফ আশরাফ এসময় উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড. আহমদ কায়কাউস এর কাছে ১.৫ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

বিজিএমইএ কোভিড মহামারির কারনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এই অনুদান প্রধানমন্ত্রীর তহবিলে প্রদান করেছে।
বিজিএমইএ নেতৃবৃন্দ ড. আহমদ কায়কাউস এর সাথে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর কৌশলগুলো নিয়েও আলোচনা করেন।

তাদের আলোচনার মধ্যে বাংলাদেশের এলডিসি ক্যাটাগরি থেকে উত্তোরণ ও সেইসাথে রপ্তানিমুখী বানিজ্যে সম্ভাব্য প্রভাব এবং এলডিসি পরবর্তী সময়ের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি গ্রহনের মতো বিষয়গুলোও অন্তর্ভূক্ত ছিলো।
তারা চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বৈশ্বিক পোশাক শিল্পে যে পরিবর্তনের ধারা সূচিত হচ্ছে, তার সাথে আগামী দিনগুলোতে খাপ খাইয়ের নেয়ার জন্য শিল্পের অগ্রাধিকারগুলো নিয়েও আলোচনা করেছেন।

ফারুক হাসান কোভিড মহামারির প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউ চলার সময়ে তৈরি পোশাক শিল্পকে সহায়তা প্রদানের জন্য পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই সহায়তা শিল্পটিকে বেঁচে থাকতে ও কোভিড মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।

তিনি আরও বলেন, পোশাক শিল্প বর্তমানে ব্যবসার কাঠামো পুনর্নিধারন এবং উদ্ভাবন, পণ্য বৈচিত্র্যকরণ ও প্রযুক্তি আপগ্রেডেশন এর মাধ্যমে মূল্য সংযোজন এবং প্রযুক্তি আপগ্রেডেশন এর মাধ্যমে শিল্পকে টেকসই ও ব্যয়সাশ্রয়ী করতে মনোযোগ ক্রমশ বাড়াচ্ছে।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহন এবং শিল্পের সুযোগ ও সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য সরকারের সহায়তা শিল্পের জন্য জরুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ