পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি বøকের ১৪ তলায় আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ডিভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদকে। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরকে।
গতকাল বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, গত সোমবার সন্ধ্যায় আনুমানিক ৬টা ২৫ মিনিটে ডি বøকের ১৪ তলায় ভবনের বাইরে কার্নিশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাৎক্ষণিক ছুটে আসেন। এ সময় হাসপাতালের আনসারসহ অন্যান্য স্টাফরা দ্রæত আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ব্যাপক ধোয়ার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আসে এবং ১৪ তলায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে চলে যান। আগুনের এই ঘটনায় রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রশান্ত কুমার জানান, ভবনের ভেতরে আগুনের কোনো ঘটনা ঘটেনি। ডি বøকের ১৪ তলায় গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বাথরুম সংলগ্ন ভবনের বাইরে কার্নিশে পড়ে থাকা ময়লা কাপড় ও কাগজ থেকে এই আগুনের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কেউ সিগারেট সেবন করে না নিভিয়ে তা ফেলে দেওয়ায় ভবনের কার্নিশে পড়ে থাকা ময়লা কাপড় ও কাগজ থেকে এই আগুনের সূত্রপাত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।