Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৪:৫৪ পিএম

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল (মঙ্গলবার) ১০ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪০৭ জন রোগী শনাক্ত হয়েছিল।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৩ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন।



 

Show all comments
  • Abdur Rahman ১৯ জানুয়ারি, ২০২২, ৭:০৭ পিএম says : 0
    আল্লাহ্ ত'আলা সবাই কে সুস্থ রাখুক, আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ