Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্মেন্টসপণ্য কেনাবেচায় ‘ফেব্রিক লাগবে’ অ্যাপ উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

টেক্সটাইল ও রেডিমেট গার্মেন্টস কারখানায় ব্যবহৃত যাবতীয় পণ্য ক্রয়-বিক্রয়, ট্রেডিং এবং সাপ্লাইয়ে বাংলাদেশে প্রথম ও একমাত্র ডিজিটাল মার্কেট প্লেস ‘ফেব্রিক লাগবে’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। গতকাল পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ অ্যাপের উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্লাটফর্মটি মূলত টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ খাতের সমন্বয়ে বি-টু-বি ধরনের। যেখানে বিক্রেতা তার পণ্য (রেডিমেড গার্মেন্টস, কাপড়, সুতা, তুলা, ট্রিমস অ্যান্ড এক্সেসরিজ, সাইজিং, ডাইং প্রসেসিং, কেমিক্যাল, মেশিনারিজ) সরসরি বায়ারের কাছে কোনো ঝামেলা ও মধ্যস্বত্বভোগী ছাড়া নগদে বিক্রয় করতে পারবেন। অন্যদিকে ক্রেতা তার পছন্দমতো পণ্য উৎপাদনকারীর কাছ থেকে মধ্যস্বত্বভোগী ছাড়া সুলভ মূল্যে, সঠিক মাপে এবং গুণগত মান নিশ্চিত করে সরাসরি পণ্য কিনতে পারবেন।
অ্যাপে উভয়পক্ষের জন্য বিড-এর অপশন আছে। এর আওতায় বিক্রেতা তার পণ্যটির সম্পূর্ণ বর্ণনা দিয়ে ‘ফেব্রিক লাগবে’ মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অ্যান্ট্রি করে বিড-এর জন্য লাইভ করতে পারবেন। এছাড়া ক্রেতারা তাদের পণ্যের গুণগত মান উল্লেখ করে রিভার্স বিডও করতে পারবেন।
সংবাদ সম্মেলনে ‘ফেব্রিক লাগবে’ অ্যাপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নাজমুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। দেখা গেছে, সুতা ক্রয় করা থেকে শুরু করে সাইজিং, মেশিনের সাহায্যে উইভিং, কাপড় বানিয়ে ডাইং ফিনিশিং, গার্মেন্টস ডেলিভারি করতে গিয়ে যেসব বাধা, সমস্যা, পণ্যের উৎসের খোঁজ, যোগযোগ, পণ্যের অর্ডার নেওয়া, পণ্য উৎপাদন করা এবং বিক্রি করতে গিয়ে বহু সমস্যার মুখে পড়তে হয়। অনেক পরিশ্রম ও ব্যয়বহুল হওয়ার পরেও ব্যবসায়ে কাক্সিক্ষত সফলতা পাওয়া যায় না। অনেক সময় ব্যবসায়িক দুর্যোগের কারণে সারা বছরের লাভ এক মাসেই শেষ হয়ে যায়।
তিনি বলেন, অনেক ক্রেতার কাছে সরবরাহ করা পণ্যের মূল্য বাকি থাকা, ভালো ক্রেতা না পাওয়ায় মূলধন হারিয়ে অনেক কারখানা বন্ধ হয়েছে। তবে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। পোশাকখাতে এ প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলে আসছে। বিশেষ করে ফাইনাল এক্সপোর্টার ও রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যাক ওয়ার্ড লিংকে যারা কাজ করছেন, তাদেরকে লিড টাইমের মধ্যে সংশ্লিষ্ট পণ্য ডেলিভারি দেওয়া, পেমেন্ট পাওয়া, পণ্যের উচিতমূল্য পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন বছর ধরে গবেষণা করে ফেব্রিক লাগবে লিমিটেডের উদ্ভাবনীমূলক ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ‘ফেব্রিক লাগবে’ এবং ওয়েবসাইট চালু করা সক্ষম হয়েছে। ১৮ জন বিশেষজ্ঞ দিনে ১৪ ঘণ্টা পরিশ্রম করে এ অ্যাপটি চালু করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজিয়া সুলতানা, আইটি ডিপার্টমেন্টের প্রধান রাকিব প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ