পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বগুড়ায় চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান ওরফে অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামী শুটার রাসেল আহমেদ (৩২)কে রাজধানীর বনানী এলাকায অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত রাসেল বগুড়া জেলার সদর থানার মালগ্রাম (ব্যাংকপাড়া) গ্রামের মো.একরাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বগুড়া সদর থানায় ৬ টি মামলা রয়েছে।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস বলেন, গত সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে র্যাব-৩ এর একটি দল বনানী এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী শুটার রাসেল আহমেদকে গ্রেফতার করে।
র্যাব জানায়, বগুড়া জেলার সদর থানার মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রæতার জেরে স্থানীয় দুটি দলের মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়াসহ উত্তেজনা বিরাজ করছিল। তারই জের ধরে গত ২ জানুয়ারি বগুড়া সদর থানার ডাবতলা এলাকায় শুটার রাসেল এর নেতৃত্বে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিযে গুরুতর জখম করে। এসময় শুটার রাসেল তার হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে নাজমুল হাসান অরেঞ্জ এর বাম চোখের পাশে দুইটি গুলি বিদ্ধ হয়। এই গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ ছাড়াও মিনহাজ শেখ আপেল এর পেটের বাম পাশে গুলি বিদ্ধ হয় এবং বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের মধ্যে নাজমুল হাসান অরেঞ্জ এর অবস্থা সংকটাপন্ন অবস্থায় সোমবার দিবাগত রাত পৌনে ১১ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হলে অন্যান্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। তারই অংশ হিসেবে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামী শুটার রাসেল আহমেদ বনানী এলাকায় অবস্থান করছে। এরপর সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে শুটার রাসেলকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুটার রাসেল তার কৃতকর্মের বিষয়টি কাছে স্বীকার করে। এছাড়া শুটার রাসেলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ৬ টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।