পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর কর্নেলহাটে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের ১২টি গাড়ি টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পিটুপি ফার্নিচার কারখানা ও গুদামের মালামাল ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই দুজন কারখানার কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার সময় ভেতরে শ্রমিকেরা কাজ করছিলেন। কারখানায় স্পিরিট, রঙসহ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানার পাশেই ছিল ফার্নিচারের গোডাউন। দ্রুত আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি সন্ধ্যা পৌনে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, কারখানা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানার কর্মীরা জানিয়েছেন আগুন লাগার পর তাদের অনেকে দ্রুত বের হয়ে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।