Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী আনোয়ারুল হক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৭:১৯ পিএম

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আনোয়ারুল হক। গত শনিবার প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের ২৫০তম সভায় তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ডেল্টা লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব উত্তম কুমার সাধু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আনোয়ারুল হক ১৯৯১ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছরে তিনি বিমা কোম্পানিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ালেখা করেছেন।

গত ৬ জানুয়ারি ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগকে অবৈধ বলে রায় দেন উচ্চ আদালত। একই সঙ্গে কোম্পানিটিতে প্রশাসক নিয়োগের প্রক্রিয়াকেও অবৈধ বলেন আদালত। এ রায়ের ফলে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে স্থগিত করা (সাসপেন্ড) ডেল্টা লাইফের পরিচালনা পরিষদ বহাল থাকছে এবং কোনো প্রশাসক কোম্পানিটিতে দায়িত্ব পালন করতে পারছেন না।

আদালতের এই রায়ের পর পরই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এরপর শনিবার কোম্পানিটির ২৫০তম বোর্ড সভায় আনোয়ারুল হককে মুখ্য নির্বাহীর দায়িত্ব দেয়া হয়।

বিমা গ্রাহকদের স্বার্থক্ষুন্ন করায় ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

প্রশাসক হিসেবে সুলতান আবেদীন মোল্লার চার মাস দায়িত্ব পালন শেষে কোম্পানিটির পরামর্শকের দায়িত্বে থাকা সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

গত বছরের ১০ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলে ১৩ অক্টোবর কর্তৃপক্ষের সাবেক সদস্য কুদ্দুস খানকে এ পদে নিয়োগ দেয় বিমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ