Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লী সঞ্চয় ব্যাংকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৭:০২ পিএম | আপডেট : ৭:১৪ পিএম, ১০ জানুয়ারি, ২০২২

স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সোমবার (১০ জানুয়ারী) পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ও স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক দীপংকর রায়, পরামর্শক অসিত রঞ্জন পাল এবং অন্যান্য কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে খন্দকার আতাউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার ঐতিহাসিক দিবসে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ-উৎসবের মাঝে বঙ্গবন্ধুর শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ