Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে নিয়োগের নির্দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৪:৫০ পিএম

তিনটি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া ৮৪ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ৩৬তম বিসিএসের ১০ জন, ৩৭তম ৩৮ জন এবং ৩৯তম ৩৬ জন রয়েছেন।

চারটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া, অ্যাডভোকেট মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

অমিত দাশ গুপ্ত জানান, এ ৮৪ জনের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো সমস্যা না থাকলে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, তিনটি বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জনকে চিকিৎসক, প্রশাসন, শিক্ষা, পুলিশসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। তবে কোনো কারণ ছাড়াই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগের গেজেটে তাদের নাম বাদ পড়ে। এর বৈধতা নিয়ে তারা পৃথক ৪টি রিট করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ